সান বার্নার্ডিনো কাউন্টির নতুন শেরিফ হিসেবে আন্ডারশেরিফ শ্যানন ডিকাসকে নির্বাচিত করা হয়েছে। সান বার্নারডিনো কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারস তাকে শেরিফ হিসেবে নির্বাচিত করেন।
ডিকাস ১৯৯১ সালে সান বার্নারডিনো কাউন্টির পুলিশ বিভাগে যোগদান করে। তিনি বিগত ৩০ বছর ধরে পুলিশ বিভাগে নিষ্ঠার সাথে কাজ করেছেন। তিনি শেরিফ জন ম্যাকমাহনের জায়গা নিবেন।
শেরিফ ম্যাকমাহন জুনের দিকে অবসর নেওয়ার ঘোষণা দেন। জুলাইয়ের ১৬ তারিখের পর তিনি অবসরে যাবেন।