মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা বিধিমালা
মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা বিধিমালা জারি করা হয়েছে। ভ্যাকসিন নেয়নি এমন শিশুদের ক্ষেত্রে কার্যকর হবে এই বিধি। জানিয়েছে সিডিসি
সিডিসি জানিয়েছে, যারা ভ্যাকসিন নেয়নি তাদের স্কুলে থাকাকালে ৩ ফুট শারীরিক দূরত্ব মানতে হবে। সেইসাথে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এক ডোজ ভ্যাকসি নিয়েছে এমন শিশুদের ক্ষেত্রেও একই নির্দেশনা মানতে হবে।
কিন্ডারগার্টেন থেকে স্ট্যার্ডার্ট টুয়েলভ ক্লাস পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলেছে সিডিসি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশন দেয়া হয়েছে। সেইসাথে, সবাইকে ভ্যাকসিন গ্রহণের কথাও জানিয়েছে সিডিসি।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।