জো বাইডেন
করোনার ধাক্কা কাটিয়ে মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে এবার দেশের অর্থনীতিতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর নির্বাহী আদেশ জারি করলেন তিনি।
হোয়াইট হাউজ বলছে, করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা। কর্মক্ষেত্রেও মন্দাভাব। তাই, সেদিকটা বিবেচনায় নিয়েছেন প্রেসিডেন্ট। চেষ্টা করছেন গতি আনতে। নিচ্ছেন নতুন নতুন পরিকল্পনা। নতুন এই নির্বাহী আদেশের ফলে পণ্যের মান বাড়ার পাশাপাশি দাম কমবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশেষজ্ঞরাও এই আদেশ ভালভাবে নিচ্ছেন। তারাও মনে করেন, ধাক্কা সামলাতে প্রতিযোগিতা দরকার আছে। তাতে অর্থনীতিতে চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।