Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভয়েস অব আমেরিকায় আর শোনা যাবে না বাংলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ১৪ জুলাই ২০২১

আপডেট: ২২:৪২, ১৪ জুলাই ২০২১

ভয়েস অব আমেরিকায় আর শোনা যাবে না বাংলা

আগামী ১৭ জুলাই থেকে আর শোনা যাবে না ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম। বলা হয়েছে, গত ৬৩ বছর ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় সম্প্রচার হওয়া এই সার্ভিসটি ‘শ্রোতা সঙ্কটের কারণে’ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতারে শ্রোতাগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ায় এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-অনুসারীর সংখ্যা বাড়ায় বাংলা এফএম ও শর্টওয়েভে বেতার সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তারা টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা দর্শক-শ্রোতাগোষ্ঠীর জন্য নতুন অনুষ্ঠান ও আধেয় প্রচার বাড়াবে।

ভিওএর অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জন লিপম্যান বলেন, ১৯৫৮ সালে ভয়েস অব আমেরিকা যখন বাংলায় সম্প্রচার কার্যক্রম শুরু করে, তখন ‘পূর্ব পাকিস্তান’ হিসেবে পরিচিত ভূখণ্ডটি সামরিক শাসনের অধীনে ছিল এবং কোনো বেসরকারি টেলিভিশন বা বেতার ছিল না সেখানে। তাই সেটা ছিল একটা ঐতিহাসিক সংযোজন। সময়ের চাহিদার কারণে সেখান থেকে সরে আসতে হচ্ছে আমাদেরকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ