Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টেক্সাসে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরও ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৫, ১৭ জুলাই ২০২১

টেক্সাসে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরও ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমে অবস্থিত লেভেল্যান্ড শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, পশ্চিম টেক্সাসের ছোট এই শহরে অজ্ঞাত কোনো ব্যক্তি একটি বাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে সেখানে পুলিশ গেলে গোলাগুলি শুরু হয় এবং এবং এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন আরও তিন জন। লেভেল্যান্ড শহরটি টেক্সাস অঙ্গরাজ্যের আরেক শহর লুবক থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।স্থানীয় পত্রিকা লুবক অ্যাভালানচি-জার্নাল জানিয়েছে, অজ্ঞাত ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলির কারণ বা অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির সামনে কেন ব্যারিকেড দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে পত্রিকাটি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ