Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রদান করা হচ্ছে থ্যাংকিউ স্টিমুলাস চেকের হাজার ডলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ২৫ জুলাই ২০২১

আপডেট: ১৯:৩৪, ২৫ জুলাই ২০২১

প্রদান করা হচ্ছে থ্যাংকিউ স্টিমুলাস চেকের হাজার ডলার

চতুর্থ স্টিমুলাস চেক নিয়ে গুঞ্জন শোনা গেলেও খুব দ্রুত সেটি পাওয়ার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না। আশি জনের বেশি কংগ্রেস সদস্য চতুর্থ স্টিমুলাস চেকের জন্য চাপ প্রয়োগ করলেও প্রেসিডেন্ট জো বাইডেন এখনো আশানুরূপ কিছু জানাননি।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গত স্টিমুলাস চেক এর মাধ্যমে মার্কিনীদের ব্যাপক উপকার হয়েছে। খাবার ক্রয়, বিল পরিশোধসহ মানসিক সমস্যারও উত্তোরণ হয়েছে।

তবে চতুর্থ স্টিমুলাস চেক পাশ না হলেও কিছু রাজ্য থ্যাংকিউ স্টিমুলাস চেকের ঘোষণা দিয়েছে। সম্প্রতি ফ্লোরিডা রাজ্য শিক্ষকদের এককালীন এক হাজার ডলার স্টিমুলাস চেক প্রদানের ঘোষণা দিয়েছে।

ফ্লোরিডা গভর্নর রন ডেসান্তিস মে মাসে জানান যে, প্রায় ১ লাখ ৭৫ হাজার সরকারি স্কুলের শিক্ষকবৃন্দ এককালীন এক হাজার ডলার করে পাবেন।

বোনাসের অর্থ তৃতীয় স্টিমুলাস চেকের আওতাধীন এলিমেন্টারি ও সেকেন্ডারি স্কুল ইমার্জেন্সি রিলিফ ফাণ্ড থেকে প্রদান করা হবে।

শিক্ষকদের পাশাপাশি জরুরি সেবায় জড়িতদেরও এই অর্থ প্রদানের ঘোষণা দিয়েছিলেন গভর্নর রন ডিসান্তিস।

ফ্লোরিডার পাশাপাশি জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, কলোরাডো ও টেনেসের মতো রাজ্যগুলোও এই থ্যাংকিউ বোনাস দেওয়ার পরিকল্পনা করছে।

জর্জিয়া প্রায় সকল শিক্ষক ও কর্মীদের ১ হাজার ডলার করে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করার জন্য বিল পাশ করেছে। এর জন্য মোট বরাদ্দ রাখা হয় দুইশো মিলিয়ন ডলার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ