যুক্তরাষ্ট্রে প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে। ২৪ জুলাই শনিবার রাত সাড়ে আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পোর্টেবল ভেন্টিলেটরগুলো পৌঁছায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও অনাবাসী বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন। তার সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি চিকিৎসকও কাজ করেছেন।
বাংলাদেশের গরিব ও দুস্থ করোনা রোগীদের চিকিৎসার জন্য আমেরিকার বাঙালি চিকিৎসকদের গড়া সংগঠন অপশিনি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে ২৫০ পোর্টেবল ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরের নাম ‘কোভেন্টস ভেন্টিলেটর’। এর প্রতিটির দাম সাড়ে ৮ থেকে ১০ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ভেন্টিলেটরগুলো এসে পৌঁছেছে। তিনি সেগুলো গ্রহণ করার জন্য বিমানবন্দরে এসেছেন। এগুলো পর্যায়ক্রমে হাসপাতালে পাঠানো হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।