সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনাদের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে তুরস্কের দুই সেনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৪ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চত করেছে। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, হামলার পর তুরস্কের সেনারাও যথাযথ জবাব দিয়েছে।
তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে সম্প্রতি হামলার ঘটানা বেড়েছে। প্রাথামিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় প্রাণ হারিয়েছেন তারা।
এ বিষয়ে টুইট বার্তায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আল-বাব এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে। তবে এ হামলার পেছনে কারা জাড়িত তা এখনো জানা যায়নি। হামলায় কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।