ডেনভার রাজ্যের একাধিক স্থানে এক বন্দুকধারী গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা এবং পুলিশের এক কর্মকর্তাসহ তিনজনকে আহত করেছেন। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন বলেছেন, ডেনভারের উপকণ্ঠে এক বন্দুকধারী গত ২৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে গুলি ছুড়ে দুই নারীকে হত্যা এবং এক ব্যক্তিকে আহত করেছেন।
পরে সন্দেহভাজন হামলাকারী সেখান থেকে একটি গাড়িতে করে পালিয়ে যান এবং ডেনভারের চিজম্যান পার্কের পাশে গুলি চালিয়ে আরেকজনকে হত্যা করেন।
এ সময় গাড়িতে থাকা বন্দুকধারীকে ধাওয়া করে পুলিশ। পরে তার সঙ্গে পুলিশ সদস্যদের দুই দফা গুলিবিনিময় হয় এবং পুলিশের একটি ক্রুজার অকেজো করে দেন বন্দুকধারী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।