রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। গতকাল ৫ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করে।
২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ডলারের অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে দেশটিকে মোট ২৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বর্তমানে আরও ৩০টির বেশি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।