![ইকনা ও মাস-এর উদ্যোগে ৪৭তম বার্ষিক কনভেনশন ২৮-৩০ মে ইকনা ও মাস-এর উদ্যোগে ৪৭তম বার্ষিক কনভেনশন ২৮-৩০ মে](https://www.channel786.com/media/imgAll/2021May/sdfdsf-2205282047.jpg)
ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা তথা ইকনা এবং মুসলিম আমেরিকান সোসাইটি তথা মাস-এর উদ্যোগে ৪৭তম বার্ষিক কনভেনশনের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই মুসলিম কনভেনশন শুরু হবে আগামীকাল ২৮ মে, চলবে ৩০ মে পর্যন্ত।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের কনভেনশন সেন্টারে এই আয়োজন সম্পন্ন হবে। বৃহৎ এই সম্মেলনে ২২ হাজার মুসলিম অংশ নিবেন বলে জানা গেছে।
এতে যোগ দেওয়া বিখ্যাত মুসলিম স্কলারদের মধ্যে রয়েছেন- ড. ওমর সোলায়মান, ড. ইয়াসির কাজী, ইমাম সিরাজ ওয়াহহাজ, শায়েখ শোয়াইব ওয়েব এবং শায়েখ আবদুল নাসির।
এক বার্তায় পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনদের নিয়ে এই কনভেনশনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।