Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫১, ৩০ মে ২০২২

যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি!

বিশ্বের তিনটি দেশে বেসামরিক মানুষ তাদের নিজেদের কাছে অস্ত্র রাখতে পারেন। দেশগুলোর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্র। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। অন্য দুইটি দেশ হলো মেক্সিকো ও গুয়েতেমালা। 

তবে এই তিনটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যেখানে বেসামরিক মানুষের সংখ্যার চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি। সুইজারল্যান্ডভিত্তিক স্মল আর্মস সার্ভে নামে একটি প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। 

সুইজারল্যান্ডের ওই সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জন মানুষের বিপরীতে আছে অস্ত্র আছে ১২১টি। টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিশু ও দুজন ব্যক্তি নিহত হওয়ার পর এমন ভয়ানক তথ্য প্রকাশ করল প্রতিষ্ঠানটি। 

স্মল আর্মস সার্ভে আরো জানিয়েছে, পৃথিবীতে বেসামরিক অস্ত্র আছে ৮৫৭ মিলিয়ন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের বেসামরিক লোকদের কাছে আছে ৩৯৩ মিলিয়ন, যা পুরো পৃথিবীতে থাকা বেসামরিক অস্ত্রের ৪৬ ভাগ। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪৪ ভাগ প্রাপ্তবয়স্ক আমেরিকান তাদের ঘরে অস্ত্র রাখেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ