মাঙ্কিপক্স নিয়ে লেভেল-২ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিভাগ তথা সিডিসি গতকাল ৭ জুন ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।
এতে বলা হয়েছে, ভ্রমণকালে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী বা অন্য কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির ঠাণ্ডার উপসর্গ দেখা দিতে পারে। ২১ দিন পর রোগীর সারা দেহ ফোসকায় ভরে যেতে পারে।
মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামে ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাস শ্রেণির। বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স এখন পর্যন্ত কম গুরুতর ও এটির সংক্রমণের সক্ষমতা তুলনামূলক কম বলেই ধারণা করছেন তারা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।