প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়ার রাজ্যে সমুদ্র সৈকত ঘেঁষা তার বাড়ির কাছে সাইকেল চালাতে গিয়ে আচমকা পড়ে গেছেন। তবে সাইকেল থেকে পড়ে গেলেও অক্ষত আছেন তিনি। আজ ১৮ জুন সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও শরীরে কোনও ধরনের জখম হয়নি। তার কোনও চিকিৎসারও প্রয়োজন হয়নি। পরিবারের সাথে দিনের বাকি অংশ কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।