যুক্তরাষ্ট্রে বর্ণবাদ এবং ঘৃণামূলক সহিংসতা প্রতিরোধকল্পে আগামী ১৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জো বাইডেন একটি শীর্ষ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। ১৯ আগস্ট শুক্রবার হোয়াইট হাউজের কর্মকর্তারা এই তথ্য জানান।
‘ইউনাইটেড উই স্ট্যান্ড সামিট’ শীর্ষক এই সম্মেলনে মূল বক্তব্য পেশ করবেন প্রেসিডেন্ট বাইডেন।
সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী-নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, সহিংসতার জন্যে চিহ্নিত ব্যক্তিবর্গের মধ্য থেকে এখন যারা সংশোধিত হয়ে ঘৃণামূলক অপরাধ দমনে প্রশাসনের সহযোগী হয়েছে তারাসহ ফেডারেল, স্টেট এবং স্থানীয় প্রশাসনের নেতৃস্থানীয়রা অংশ নেবেন এই সম্মেলনে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প আমলে শুরু হওয়া ধর্ম-বর্ণ-জাতিগত বিদ্বেষমূলক হামলার ঘটনা বাইডেন আমলেও কমেনি। অধিকন্তু মুসলমান এবং এশিয়ানদের বিরুদ্ধে সহিংসতা ক্রমান্বয়ে বাড়ছে।
এ অবস্থায় হেইট ক্রাইমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে হোয়াইট হাউস।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।