Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে জালিয়াতির মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ২২ সেপ্টেম্বর ২০২২

ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই মামলা দায়ের করেন।

এতে ডোনাল্ড ট্রাম্প, তার তিন সন্তান ও তার প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে। এর আগেও ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছিল।

লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে দেখা গেছে, ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রতি বছর বাৎসরিক হিসাবের ক্ষেত্রেই এই প্রতারণা করা হতো এর সঙ্গে ট্রাম্প নিজেও যুক্ত ছিলেন। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের বিবাদী করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ