Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইকনা রিলিফের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১১ অক্টোবর ২০২২

ইকনা রিলিফের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা

সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশাল এলাকা। এ অবস্থায় ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকা তথা ইকনা রিলিফের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন প্রকার সহায়তা করা হয়েছে। 

সম্প্রতি ইকনা রিলিফের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিয়েছে। 

এছাড়া ক্ষতিগ্রস্তদের স্বাস্থসেবা প্রদান করার লক্ষ্যে ইকনার উদ্যোগে একটি অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে অনেকেই সেবা গ্রহণ করেছেন। এতে দারুণ খুশি হয়েছেন স্থানীয় মার্কিনীরা। 

ইকনা রিলিফের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, এটা দারুণ একটা ঊদ্যোগ। আশাকরি ভবিষ্যতেও এমন আরও অনেক কর্মসূচি হাতে নেওয়া হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ