Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিশিগানে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

কামরুজ্জামান হেলাল

প্রকাশিত: ০০:২৫, ২০ অক্টোবর ২০২২

মিশিগানে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

মিশিগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর মিশিগান স্টেটের হ্যামটরমিক সিটির রেশমি রেস্টুরেন্টে এই সভা অনুষ্টিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ইমাম ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হ্যামট্রিমিক সিটির কাউন্সিলর ও মেয়র প্রটেম জনাব কামরুল হাসান। 

রাজনৈতিক এবং কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ড. রাব্বি আলম, মিনহাজ রাসেল চৌধুরী, মোহাম্মদ শাহাব উদ্দিন। এছাড়া বিভিন্ন অংগ সংগঠনের নেতারাসহ টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আলোচনার মুল বিষয় ছিলো প্রথমবারের মতো আগামী ২৩ অক্টোবর মিশিগানে যে মিলাদুন্নবী প্যারেড অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে। অনুষ্ঠানকে কীভাবে সুন্দর এবং সার্থক করা যায়, তার কৌশল ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ