ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট জো বাইডেনকে যে চিঠি দিয়েছিলেন, বাইডেন তার জবাব দিয়েছেন। জবাবে তিনি পিটার হাস প্রসঙ্গে কিছু উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য তুলে ধরেন।
বাইডেন বলেছেন, আমাদের মৌলিক নীতিমালা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখা।
গত ২ সেপ্টেম্বর ড. সিদ্দিকুর রহমান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কূটনৈতিক তৎপরতার বিরোধিতা করে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লেখেন। এতে তিনি বলেন, পিটার হাস একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করছেন।
তার আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রেসিডেন্ট জো বাইডেন ৪ অক্টোবর এই চিঠির জবাব দিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন তাঁর এই জবাবি চিঠিতে পিটার হাসের বিরদ্ধে আনা অভিযোগ সম্পর্কে একটি কথাও উল্লেখ করেননি। তিনি গণতন্ত্রকে এগিয়ে নেয়া, পরিবেশ সংকট মোকবেলা, বিশ্বব্যাপী খাদ্যাভাব দূরীকরণে যুক্তরাষ্ট্রের নীতিমালা ও কর্তব্যকর্ম তুলে ধরেছেন।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।