Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বোস্টনে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ২০ নভেম্বর ২০২৩

বোস্টনে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক স্থানীয় সংগঠন। ১৭ নভেম্বর বিকেলে বোস্টন কমন্সের ভেতরে সর্বধর্মীয় পাঁচ শতাধিক মানুষ সমাবেশে অংশ নেন। এ সময় গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধের দাবি করেন বিক্ষোভকারীরা।

তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে গণহত্যা বন্ধে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা এবং যুদ্ধ বন্ধের পক্ষে প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিন যুব আন্দোলনের একজন সংগঠক বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সরকারকে জবাবদিহি করতে হবে।

উল্লেখ্য, এ সপ্তাহের এপেক সম্মেলনে শত শত আন্তর্জাতিক সাংবাদিকসহ ২০ হাজারেরও বেশি মানুষ সানফ্রান্সিসকোতে জড়ো হবেন। সেখানেও ফিলিস্তিন ইস্যু হয়ে উঠতে পারে বড় আলোচনার বিষয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ