Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাইডেনকে নির্বাচন না করার আহ্বান নিউইয়র্ক টাইমসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২২, ১ জুলাই ২০২৪

বাইডেনকে নির্বাচন না করার আহ্বান নিউইয়র্ক টাইমসের

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস একটি সম্পাদকীয়তে প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট থেকে সরে দাঁড়ানোর এবং নভেম্বরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্য ডেমোক্র্যাটকে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছে।

২৮ জুন এই সম্পাদকীয় প্রকাশ করা হয়। বাইডেনকে ‘একজন মহান সরকারী কর্মচারীর ছায়া’ হিসাবে বর্ণনা করে সংবাদপত্রের সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট ও ট্রাম্পের মধ্যে ২৭ জুনের বিতর্ক প্রমাণ করেছে, ৮১ বছর বয়সী বাইডেন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন।

ফের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার সংকল্প হল একটি ‘বেপরোয়া জুয়া’ এ কথা উল্লেখ করে সম্পাদকীয় বোর্ড বলেছে, ‘বাইডেন এখন যে সর্বশ্রেষ্ঠ জনসেবা সম্পাদন করতে পারেন, তা হল ঘোষণা করা যে, তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ