ডেমোক্র্যাটদের ঘাঁটি নিউইয়র্ক ও নিউজার্সিতে সর্মথন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লু স্টেট হিসেবে স্বীকুত নিউইয়র্ক ও নিউজার্সি ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে আর্বিভূত হচ্ছে। এতে ডেমোক্র্যাট নীতিনির্ধারকদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।
বিভিন্ন জরিপের তথ্যানুসারে, নিউইয়র্ক স্টেট ও সিটির বাসিন্দারা ইমিগ্র্যান্ট ইস্যুতে ভীষন ক্ষুব্ধ।
সমন্বিত পরিকল্পনার অভাব ও নেতৃত্বের দূরদর্শিতার অভাবে পুরো নিউইয়র্ক বসবাসের অযোগ্য হয়ে উঠছে। যত্রতত্র হোমলেস, আইনশৃংখলার অবনতি ও সম্প্রতি দক্ষিন সীমান্ত হয়ে আসা ইমিগ্রান্টদের হাতে সাধারন নাগরিকদের নাজেহাল হবার ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কাররা মনে করেন, বাইডেন, মেয়র এডামস ও গর্ভনর হোকুল কেউই ইমিগ্র্যান্ট সংকট মোকাবেলা করতে পারেন নি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।