করোনা ভ্যারিয়েন্ট
ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে শনাক্ত হওয়া করোনার ভ্যারিয়েন্টের নামকরণ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটি জানায়, ভারতে শনাক্ত হওয়া B.1.617.2 ভ্যারিয়েন্টকে আখ্যায়িত করা হবে 'ডেল্টা ভ্যারিয়েন্ট' হিসেবে। এছাড়া ব্রিটেনে শনাক্ত হওয়া B1.1.7 ভ্যারিয়েন্টকে 'আলফা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টকে 'বেটা' এবং ব্রাজিলে শনাক্ত ভ্যারিয়েন্টকে গামা হিসেবে নামকরণ করা হয়।