সিনোভ্যাক ভ্যাকসিনের জরুরি অনুমোদন
এবার চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার করোনাভ্যাক নামের এই টিকার জরুরি ব্যবহারে অনুমোদন দেয়া হয়। এতে দেশটির উৎপাদিত দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন মিললো। বিশ্ব স্বাস্থ্যসংস্থার’র বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সুরক্ষা, কার্যকারিতা এবং উতপাদনের মানদণ্ড পূরণ করায়, এই ভ্যাকসিনের স্বীকৃতি দেয়া হয়েছে।