Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৯, ২ জুন ২০২১

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ইসরায়েলের একাদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আইজ্যাক হেরজগ। ২ জুন বুধবার পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৮৭ আইনপ্রণেতা তাকে ভোট দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন মিরিয়াম পেরেটজ।আগামী মাসে বিদায়ী প্রেসিডেন্ট রুয়েভেন লিভলিনের স্থলাভিষিক্ত হবেন আইজ্যাক। ৯ জুলাই থেকে তার সাত বছর মেয়াদি দায়িত্ব শুরু হবে।

আইজ্যাক হেরজগ সাবেক প্রেসিডেন্ট চাইম হেরজগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চাইম হেরজগ।

সংবাদটি শেয়ার করুনঃ