ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ
ইসরায়েলের একাদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আইজ্যাক হেরজগ। ২ জুন বুধবার পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৮৭ আইনপ্রণেতা তাকে ভোট দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন মিরিয়াম পেরেটজ।আগামী মাসে বিদায়ী প্রেসিডেন্ট রুয়েভেন লিভলিনের স্থলাভিষিক্ত হবেন আইজ্যাক। ৯ জুলাই থেকে তার সাত বছর মেয়াদি দায়িত্ব শুরু হবে।
আইজ্যাক হেরজগ সাবেক প্রেসিডেন্ট চাইম হেরজগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চাইম হেরজগ।