Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাধারণ কাপড় বাদ, আসছে অত্যাধুনিক ইহরাম

সৌদি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ১৬ জুন ২০২১

সাধারণ কাপড় বাদ, আসছে অত্যাধুনিক ইহরাম

করোনাভাইরাস জগতের অনেক কিছুই বদলে দিয়েছে। সেই ধারাবাহিকতায় হজের ক্ষেত্রে ইহরামের কাপড়ের গঠনশৈলীতে আসছে বড় ধরনের পরিবর্তন। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ন্যানোটেকনোলজি সংযুক্ত এবং ব্যাকটেরিয়া-প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি হচ্ছে নতুন এই ইহরাম।

সৌদি উদ্ভাবক হামাদ আল-ইয়ামি আবিষ্কৃত এবং পাকিস্তানে তৈরি এ ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয় ২০২০ সালে হজের সময়। বলা হচ্ছে, ন্যানোটেকনোলজি সংযুক্ত কাপড়টি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে সক্ষম। এটি শতভাগ তুলার সুতো দিয়ে তৈরি এবং ৯০ বারের বেশি ধোয়া যাবে।

ইহরামে ব্যবহার্য এই কাপড়ের অনুমোদন দিয়েছে সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)। খালিজ টাইমসের তথ্যমতে, এবারের হজেও অত্যাধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে। তবে ২০৩০ সাল থেকে সাধারণ কাপড়ের বদলে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হবে।

সংবাদটি শেয়ার করুনঃ