![পর্যটকদের জন্য খুলে গেল তাজমহলের দরজা পর্যটকদের জন্য খুলে গেল তাজমহলের দরজা](https://www.channel786.com/media/imgAll/2021May/drfhgdf-2106161828.jpg)
ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে পর্যটকদের আগ্রহের শীর্ষে থাকে ভারতের তাজমহল। করোনার কারণে ১৭০০ শতাব্দিতে মোঘল শাসক শাহজাহানের নির্মিত আগ্রার এই ঐতিহাসিক স্থাপনার দ্বার পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় গত এপ্রিলে। সংক্রমণ কিছুটা কমায় এবার তা খুলে দেয়া হলো।
বুধবার (১৬ জুন) আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং বলেছেন, আজ থেকে দিনের যেকোনও সময় তাজমহলের চত্বরে মাত্র ৬৫০ জন পর্যটক প্রবেশের অনুমতি পাবেন।
শ্বেত মার্বেল পাথরের ঐতিহ্যবাহী এই স্থাপনা দর্শনে প্রত্যেক বছর ৭০ থেকে ৮০ লাখ পর্যটক আগ্রায় যান। পর্যটকদের তাজমহল দর্শনের এই সংখ্যা দৈনিক গড়ে প্রায় ২০ হাজার। তাজমহলের পাশাপাশি মিনার, স্মৃতিসৌধ ও যাদুঘরও দর্শনার্থীদের খুলে দেওয়া হয়েছে দেশটিতে।