নাফিসা ইয়াসমিন
ফিনল্যান্ড সিটি নির্বাচনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিল হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি হলেন নাফিসা ইয়াসমিন। ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টি - ককোমুসের প্রার্থী হিসাবে রভানিয়েমি শহর থেকে নাফিসা নির্বাচিত হয়েছেন।
বিদেশী হিসেবে তিনিই একমাত্র প্রার্থী যে প্রথমবারের মতো এই শহরে সিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন। রভানিয়েমি শহর লাপলান্ড প্রদেশের রাজধানী এবং ক্রিসমাস সিটি, সান্তা ক্লজের অফিসিয়াল সিটি হিসাবে সারা বিশ্বে সুপরিচিত। নাফিসা লাপলান্ড বিশ্ববিদ্যালয়ের আর্কটিক সেন্টারের গবেষক, গবেষণা প্রকল্পের পরিচালক। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। লাপলান্ড তথা ফিনল্যান্ডের অভিবাসী বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে সুপিরিচিত নাফিসা নিজে গড়ে তুলেন আর্কটিক ইমিগ্রেন্টস নামক সংস্থা যা ইতোমধ্যে লাপলান্ড এলাকার অভিবাসীদের নিয়ে কাজ করার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সরকারি বিভিন্ন প্রকল্পে, ইউরোপীয় ইউনিয়নের প্রকল্প হিসেবে কাজ করে যাচ্ছে।
নাফিসা ইয়াসমিন দীর্ঘদিন যাবত ককোমুসের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি দলের প্রতিনিধি হিসেবে বর্তমান সিটি কাউন্সিলের বিভিন্ন কমিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি একইসাথে ফিনল্যান্ডের এবং ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক একাধিক কমিটির সদস্য হিসেবে যুক্ত আছেন।