![৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও ফিলিস্তিনে হামলা ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও ফিলিস্তিনে হামলা](https://www.channel786.com/media/imgAll/2021May/prothomalo-bangla_2021-06_484c337c-d049-46be-b2bb-6d95bd4dc05d_2021_06_17T210042Z_1624447378_RC2K2O9OBUPO_RTRMADP_3_ISRAEL_PALESTINIANS_VIOLENCE-2106180408.jpg)
ফিলিস্তিনে আবারও বিমান হামলা
৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও হামলা চললো ফিলিস্তিনে।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত গাজায় বিমান হামলা চালানো হয়। খবর সিএনএনের।
ইসরায়েলের বাহিনীর দাবি, সশস্ত্র সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। খান ইউনিস এবং গাজা শহরে এসব হামলা চালানো হয়। তবে, এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বেলুন ছোড়ার জেরে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধান এই হামলা হামলা চালাল আইডিএফ।