বিধ্বস্তের পর আগুন ধরে যায় বিমানটিতে
ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৭ মরদেহ মিলেছে। জীবিত উদ্ধার হয়েছে কমপক্ষে ৪০ জনকে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ডিফেন্স মিনিস্টার ডেলফিন লোরেজানা। খবর ইউকে টুডে নিউজের ।
ডেলফিন লোরেজানা জানান, রোববার স্থানীয় সময় সকাল ১১ টায় দুর্ঘটনার কবলে পড়ে সি ওয়ান থার্টি বিমানটি। সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের চেষ্টাকালে রানওয়ে ছোঁয়ার আগেই আছড়ে পড়ে সেটি। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এরপর চলে উদ্ধার তৎপরতা। আরোহীদের সন্ত্রাসবাদ বিরোধী যৌথ অভিযানে মোতায়েনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো দ্বীপটিতে।