হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি
নিজ বাসভবনে হত্যার শিকার হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ।
৭ জুলাই বুধবার এক বিবৃতিতে বলা হয়, আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। তবে, কে বা কারা এবং কি কারণে হামলা চালিয়েছে তা জানা যায়নি। হামলার দায়ও স্বীকার করেনি কেউ।
উত্তর আমেরিকার দেশ হাইতিতে ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জোভেনেল মইসি। দায়িত্ব নেয়ার পরপরই দেশটিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন ৫৩ বছর বয়সী এই নেতা।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।