ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল আসাদে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বুধবার বিমান ঘাঁটিকে লক্ষ্য করে অন্তত ১৪ টি বিস্ফোরক রকেট ছোড়া হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েইন মারোত্তো।
টুইটে কর্নেল মারোত্তো জানান, বিমান ঘাঁটি ও তার আশপাশের এলাকাসমূহ লক্ষ্য করে ছোড়া রকেটে আন্তর্জাতিক বাহিনীর তিন জন সেনাসদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।