Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

৭০ বছর পর চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৬, ৮ জুলাই ২০২১

আপডেট: ১৭:২৬, ৮ জুলাই ২০২১

৭০ বছর পর চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা

৭০ বছর মশা বাহিত রোগ নির্মূল চেষ্টার পর চীনকে ম্যালেরিয়ামুক্ত বলে প্রত্যয়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১৯৪০ সালে দেশটিতে প্রতি বছর সংক্রামক এই রোগটির ৩০ মিলিয়ন সংক্রমণ দেখা গেছে। তবে দেশটিতে সাম্প্রতিক পরপর চার বছর এ রোগের আর কোনো অস্তিত্ব মেলেনি। 

ডাব্লুএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, "আমরা ম্যালেরিয়া থেকে মুক্তির জন্য চীনের জনগণকে অভিনন্দন জানাই।"

তাদের এই সাফল্য কঠোর প্রচেষ্টায় অর্জিত হয়েছে ও কয়েক দশক ধরে লক্ষ্য হিসেবে নিয়ে টেকসই পদক্ষেপ গ্রহণের পরে তা অর্জিত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে চীন সেই ক্রমবর্ধমান দেশগুলির দলে যোগ দিল, যারা বিশ্বের সামনে ম্যালেরিয়ামুক্ত হওয়াকে ভবিষ্যত বাস্তব লক্ষ্য হিসেবে তুলে ধরছে।

যেসব দেশ কমপক্ষে টানা তিন বছর ম্যালেরিয়ামুক্ত স্থিতি সাফল্য অর্জন করেছে তারা এই প্রত্যয়নের জন্য আবেদন করতে পারে। তবে, তাদের অবশ্যই সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন এবং পুনরায় সংক্রমণ রোধ করার দক্ষতা প্রদর্শন করতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ