গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইথিওপিয়ার ক্ষমতাসীন প্রসপারিটি পার্টিকে বিপুল ভোটে জয়ী বলে ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী আবি আহমেদের আরো ৫ বছরের মেয়াদ নিশ্চিত হোলI
ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানায়, ক্ষমতাসীন দল, ৪৩৬টি আসনের মধ্যে ৪১০টি আসন লাভ করেI কয়েক ডজন পদ এখনো খালি রয়েছে এবং নির্বাচনী এলাকার ১/৫ স্থানে হয় অশান্ত পরিস্থিতি বা অন্যান্য সংঘাত পরিস্থিতির কারণে ভোট গ্রহণ করা সম্ভব হয় নিI অক্টোবরে নুতন সরকার গঠন করা হতে পারেI
এই নির্বাচন ছিল, ২০১৮ সালে ক্ষমতায় আসা, প্রধানমন্ত্রী, আবি আহমেদের গ্রহণযোগ্যতার পরীক্ষাI প্রধানমন্ত্রী আবি আহমেদ দেশে নাটকীয় রাজনৈতিক সংস্কারসূচনা করেন, যার ফলশ্রুতিতে পরবর্তী বছর তাঁকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়I তবে সমালোচকেরা জানান, রাজনৈতিক ও সংবাদ পত্রের স্বাধীনতার ক্ষেত্রেতিনি পিছু হটেছেনI এছাড়াও ইথিওপিয়ার টিঘ্রায় অঞ্চলে সামরিক অভিযান ও ব্যবস্থাপনা নিয়ে তিনি বড় ধরণের আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন, যে সংঘাতে কয়েক হাজার লোকের মৃত্যু হয়েছে এবং লক্ষ লক্ষ জনগণ সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ, সুদানে আশ্রয় নেনI
জুন মাসে অনুষ্ঠিত এই নির্বাচন, এর আগে কভিড সংক্রমণ ও যুদ্ধ পরিস্থিতির কারণে দুবার স্থগিত হয়েছিল, তবে এই নির্বাচন ছিল বেশির ভাগ শান্তিপূর্ণI যদিও বিরোধী দলগুলি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনেI টিঘ্রায় অঞ্চলে কোনো ভোট গ্রহণ করা হয় নিI
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।