Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ৭২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:১০, ১৪ জুলাই ২০২১

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ৭২

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা

দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গা-বিক্ষোভ নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১২শ’র বেশি মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। এখন তা সহিংসতায় রূপ নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে সহিংসতা ঘটেছে। হয়েছে লুটপাট। এতে গত পাঁচ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। দাঙ্গা-লুটপাটে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক হাজার ২৩৪ জনকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ