
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের জলগাঁওয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্তে একজন পাইলট নিহত ও আরেক পাইলট আহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
স্থানীয় পুুলিশ বলছে, মহারাষ্ট্রের জলগাঁওয়ে হেলিকপ্টার বিধ্বস্তে একজন পাইলট নিহত ও অপরজন আহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ একাডেমির।বিকেলে বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ছিলেন; যাদের একজন নারী, বলছে পুলিশ। আহত নারী পাইলটকে উদ্ধারের পর কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানকার এক কর্মকর্তা দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, মহারাষ্ট্রের চোপদা এলাকার সাতপুরা পার্বত্য অঞ্চলের ওয়ার্দি গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।