Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মুসলিম বিশ্বে ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ২০ জুলাই ২০২১

মুসলিম বিশ্বে ঈদ উদযাপন

আল আকসা মসজিদে ঈদ জামাত

সৌদি আরব'সহ বিশ্বের বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। সেখানে নামাজ আদায় করেন সেসব দেশে বসবাসরত  বাংলাদেশিরাও।

স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যেই ঈদ উদযাপন করছেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বেশিরভাগ বড় মসজিদেই অনুষ্ঠিত হয়নি ঈদ জামাত। মুসল্লিদের ঢল ছিলো জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে। নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। মিসরে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বিখ্যাত আল আজহার মসজিদে। 

এছাড়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সব দেশেই ঈদ উদযাপিত হচ্ছে। নানা বিধিনিষেধ মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। এছাড়া, মালয়েশিয়া, কাতারসহ বিভিন্ন দেশেও ঈদ উদযাপিত হচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদ উদযাপিত হচ্ছে পশ্চিমা দেশগুলোতেও। মোনাজাতে বিশ্বশান্তি ও মহামারি থেকে মুক্তি কামনা করা হয়। এরপর পশু জবাই করেন মুসল্লিরা। 

এদিকে, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ