ফিনল্যান্ডে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ও ১০টায় প্রধান ঈদজামাত অনুষ্ঠিত হয়।
দেশটির রাজধানী হেলসিংকির কেন্দ্রীয় বাংলাদেশ জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম মাখসুদুল ইসলাম ও মাহাদী হাসান। সিররিকুইয়া ১বি ও কনতুলাতেও ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ভানতাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় জামাতে ছিল উপচে পড়া ভিড়। জামাতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাংলাদেশি নারীরাও ঈদের নামাজে অংশ নেন। ঈদের জামাতের পর মুসল্লিরা করোনার কারণে এবার কোলাকুলি করা থেকে বিরত ছিলেন। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে দেশটির বিভিন্ন শপিংমল ও হালাল মার্কেটগুলো ঈদের আগে গভীর রাত পর্যন্ত খোলা ছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।