Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ২৪ জুলাই ২০২১

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে প্রবল বন্যায় এ পর্যন্ত ৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে সেখানে সৃষ্ট বন্যায় প্রায় কয়েক মিলিয়ন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানায়। খবর এএফপি’র।

ক্ষতিগ্রস্ত ঝিনঝু শহরের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার ফলে ৬৫ বিলিয়ন ইয়েনের (১০ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ক্ষতি হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ