স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে সৃষ্ট ভূমিকম্প ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস।
এর কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
তবে ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
বাতাঙ্গাস প্রদেশের দক্ষিণ-পশ্চিম থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি।
দেশটির ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ১১৬ কিলোমিটার (৭২ মাইল) গভীর পর্যন্ত আঘাত হেনেছে। এক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে রাজধানী অঞ্চলের অনেক বাসিন্দা ঘুম থেকে জেগে ওঠেন।
ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউটের পরিচালক রেনাতো সলিডাম বলেন, ভূমিকম্পটি গভীর ছিল তাই সুনামি হওয়ার শঙ্কা নেই। ম্যানিলায় এর তীব্রতা ৪ অথবা ৫ দশমিক ছিল। এটি শক্তিশালী হলেও ধ্বংসাত্মক নয়।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে এবং ঘন ঘন ভূমিকম্পের শিকার হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।