বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের EDA এর আওতায় ৫০টি Maxproo MRAP এবং ৭টি Metal Shark High Speedboat ক্রয় করে। যারমধ্যে ৩১টি MRAP ও ৩টি Metal Shark এর ডেলিভারি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই MRAP গুলোর উল্লেখযোগ্য পরিমাণই শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে মোট ২৯ মিলিয়ন ডলারের এই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রায় ১৩ মিলিয়ন ডলার দিয়েছে সহায়তা হিসেবে। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর জন্য আরো Maxproo ক্রয় করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।