বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে করোনার সংক্রমণ বেড়েই চলছে। গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৪০ লাখ মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশ্বে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪২ লাখের বেশি।
শুরুর দিকে ভারতীয় ধরন বলা হলেও পরে ডব্লিউএইচও এর নতুন নাম দেয় ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’। এই ধরনটির বৈজ্ঞানিক নাম হলো ‘বি.১.৬১৭’। এরপর গত মে মাসে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও।
নতুন করে শনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগ ডেল্টায় সংক্রমিত। অতিমাত্রায় সংক্রামক ডেল্টা প্রথম শনাক্ত হয়েছিল ভারতে। বিগত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে সংক্রমণে আধিপত্য করছে ডেল্টা। এতে করে অনেক দেশে নতুন করে ঢেউ শুরু হয়েছে।