Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মেক্সিকোতে ঘূর্ণিঝড় গ্রেইসে নিহত ৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০৯, ২৩ আগস্ট ২০২১

মেক্সিকোতে ঘূর্ণিঝড় গ্রেইসে নিহত ৮

মেক্সিকোর পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় গ্রেইসে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে আছড়ে পড়ে। 

এতে ঝড়ের সঙ্গে আসা প্রবল বর্ষণ ও তুমুল বাতাসে মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও বন্যার দেখাও মিলেছে। খবর বিবিসির।

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়া গ্রেইস পরে ক্রান্তীয় ঝড় হিসেবে মেক্সিকোর ভেতরের দিকে অগ্রসর হয়। রাজধানী মেক্সিকো সিটির উত্তর দিয়ে যাওয়ার সময় তুমুল বাতাস ও বর্ষণের কারণে সেখানেও বন্যা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

মেক্সিকোর মূল ভূখণ্ডে পৌঁছানোর সময় ঝড়টির নিয়ে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত। এতে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, তাদের ৬ জন একই পরিবারের, বলেছেন ভেরাক্রুজ রাজ্যের কর্মকর্তারা।

 

রাজ্যটির উপকূলীয় শহর টেকোলুতলার বাসিন্দারা হারিকেন গ্রেইসের তাণ্ডবকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ