Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাহরাইনের রাজার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২২

বাহরাইনের রাজার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ২০২০ সালে দুদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ১৮ মাস পর ঐতিহাসিক এই সফরে গেলেন তিনি। 

ইসরায়েলের প্রথম কোনো নেতা হিসেবে গতকাল ১৬ ফেব্রুয়ারি একদিনের সফরে বাহরাইনে গেছেন নাফতালি বেনেট। বাহরাইনে পা রাখার পর ক্রাউন প্রিন্স এবং দেশটির প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা তাকে স্বাগত জানান। 

সে সময় নাফতালি বেনেট ক্রাউন প্রিন্সকে জানান, সহযোগিতা এবং পারস্পরিক চ্যালেঞ্জ একসঙ্গে রুখে দেওয়ার মনোভাব নিয়ে এসেছেন তিনি। এরপর বাহরাইন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বেনেট।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ