Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে ২ এপ্রিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ১৭ মার্চ ২০২২

পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে ২ এপ্রিল

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে এই পবিত্র মাস। সৌদি আরবের উম্মুলকোরার ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। 

পুরো মুসলিম বিশ্বেই সাধারণত সৌদি আরবের উম্মুলকোরার ক্যালেন্ডার অনুসরণ করা হয়। সে হিসেবে আগামী ১ এপ্রিল দিবাগত রাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করতে হবে। 

এবারের রোজাটা মুসলিম উম্মাহর জন্য একটু বেশি উত্তেজনার। কারণ গত দুই বছর মানুষকে করোনার মধ্যে রমজান মাস ও ঈদ উদযাপন করতে হয়েছে। সময়টাও অনেক কঠিন ছিল। এবার অনেকটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে রোজা ও ঈদ পালনের আশা করছেন সবাই।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ