বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১০ জুন কাতারের নাজমা আফগান রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় নির্বাচিত ও মনোনীত ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন সংস্থার নির্বাচন কমিশনার ইসমাইল মনসুর।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে সিএম হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সালাহ উদ্দীন, সহসভাপতি আব্দুর রাজ্জাক ভুইঁয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর শরীফ টিটু, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুর্শিদ শেখ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ।
সভায় দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।