না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র রওজা শরীফের খাদেম, ঐতিহাসিক আবিসিনিয়া বংশোদ্ভূত শায়খ আগা হাবীব মুহাম্মদ আল-আফরী (রহ.)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ১৩ জুলাই তিনি মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ ৩৮ বছর তিনি নিয়মিত রাসূলুল্লাহ (সা.)-এর রাওজা পাকের ভিতরে খেদমতে ছিলেন এবং জুমার খুৎবার মিম্বারের তালার চাবিসহ আরো বেশি কিছুর দায়িত্বে ছিলেন।
২০১৯ থেকে শায়খ আফরী অসুস্থ হয়ে পড়লে তাঁকে খেদমত থেকে অব্যহতি দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন- বার্ধক্য যদি আমাকে কাবু না করতো, তবে আমি আমৃত্যু রাসূলুল্লাহ (সা.)-এর খেদমত কওে যেতাম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।