মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ইউরোপের দেশ সুইডেনে। এর মধ্যেই এবার ইহুদী-খ্রীস্টানদের ধর্মগ্রস্থ পোড়ানোর অনুমতি প্রার্থনা করেছেন এক ব্যক্তি। পুলিশ তাকে সেই অনুমতি দিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ১৫ জুলাই স্টকহোমে ইসরাইলি দূতাবাসের সামনে একটি ইহুদি এবং একটি খ্রিষ্টীয় বাইবেল পোড়ানোর আবেদন জানিয়েছে।
পুলিশ বলছে, ‘বাক স্বাধীনতা’ প্রকাশের জন্যই ওই ব্যক্তি এমন আবেদন জানিয়েছেন। কোরআন পোড়ানোর পর সেটাকে বাক স্বাধীনতা বলায় ওই লোক এবার বাইবেল পুড়িয়ে বাক স্বাধীনতা উদযাপন করবেন বলে জানা গেছে।
তবে এমন কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাচ্ছে ইসরাইল ও ইহুদি গোষ্ঠীগুলো। ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বিষয়টি ‘পুরোই ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন।
অনুমতি দেওয়ার বিষয়ে স্টকহোম পুলিশ বলেছে, সুইডিশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই জনগণকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সে সময় পরিচালিত কার্যকলাপের জন্য নয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।