নিখোঁজ হয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু। গত তিন সপ্তাহ ধরে তাকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে তার ভাগ্য চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের মতো হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। খবর আল জাজিরার। গুঞ্জন রয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে নতুন নিয়োগ দেয়ার পর থেকে জেনারেল লি শাংফুকে প্রকাশ্যে দেখা যায়নি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটেনের দৈনিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, ৬৫ বছর বয়সী লি শাংফুকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং চীনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত করছেন। নতুন এই রদবদলে বাদ পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। একের পর এক কর্মকর্তার নিখোঁজ বিষয়ে জাপানে নিযুক্ত মার্কিন কূটনীতিক রাহ ইমানুয়েল এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হলেন, এরপর রকেট ফোর্স কমান্ডাররাও নিখোঁজ। আর এখন দুই সপ্তাহ ধরে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
গত ২৯ আগস্ট জেনারেল লি শাংফুকে শেষবার প্রকাশ্যে দেখা যায়। বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য দেন তিনি। ওই মাসেই প্রতিবেদনে উঠে আসে, শি তার সরকারে বড় ধরনের রদবদল আনেন। দুই রকেট ফোর্স জেনারেলকে সরিয়ে দেন। তারা হলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান লি ইউচাও ও তার ডেপুটি লিউ গুয়াংবিন। তারা দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা তদারকের দায়িত্বে ছিলেন। তাদেরও কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।
চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।