Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

১০০ কেজি গাঁজা খেয়ে নিল ভেড়ার পাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০০, ২ অক্টোবর ২০২৩

১০০ কেজি গাঁজা খেয়ে নিল ভেড়ার পাল

এক দুই কেজি নয় প্রায় ১০০ কেজি গাঁজা। সবটাই খেয়ে সাবাড় করে দিয়েছে ভেড়ার পাল। এরপর যা হওয়ার তাই হলো—নেশায় বুঁদ! শুরু হয় ভেড়ার পালের অস্বাভাবিক আচরণ। কখনো উঁচু উঁচু লাফ দিচ্ছে, আবার কখনো ছাগলের মতো আচরণ করছে। অবাক করা এ কাণ্ড ঘটেছে গ্রিসের থেসালিতে।

জানা গেছে, এবার দেশটিতে ভয়াবহ বন্যা হয়েছে। এর ফলে অনেক অঞ্চলেই জনজীবন বিপর্যস্ত। বিপর্যস্ত অঞ্চলে ওই ভেড়ার পালটি খাবারের খুঁজে পৌঁছে গিয়েছিল গাঁজার এক খামারে। সেখানে সবুজ পাতা দেখে সেগুলো খাবার মনে করে চড়াও হয় সেখানে। সব গাঁজা খেয়ে সাবাড় করে দেয় ভেড়ার পাল।

এমন দৃশ্য দেখে মাথায় হাত খামার মালিকের। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বুঝতে পারছি না হাসব না কাঁদবো। প্রথমে তাপপ্রবাহের কবলে পড়ে অনেক ফসল নষ্ট হলো। এরপর বন্যা এলো। প্রায় সবই হারিয়ে ফেলেছিলাম। শেষে এই কাণ্ড! ভেড়াগুলো গ্রিনহাউসে ঢুকে পড়ে সব খেয়ে সাফ করে দিয়েছে। 

খামারের মালিকই জানিয়েছেন, নেশায় বুঁদ ভেড়ার পাল ছাগলের চেয়েও উঁচুতে লাফ দিচ্ছিল।

প্রসঙ্গত, ওষধি কাজের জন্য গাঁজার চাষ গ্রিসে। ২০১৭ সাল থেকে তা বৈধ বলে ঘোষণা করা হয়।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ